----- ( for beginners ) BY------ ARYAN AHMED ASSISTANT COMMISSIONER OF TAXES যেকোনো পরীক্ষা মানেই একটা psychological game. পরীক্ষাতে স্টাডির চেয়ে কনফিডেন্স আর টেকনিক খুব বেশি গুরুত্বপূর্ণ । শুরুতেই একটা কথা বলে নিই, আমি যা দেখেছি বেশির ভাগ স্টুডেন্টরাই traditional way তে প্রস্তুতি নিতে চায় । বিশ্বাস করুন যেকোনো competitive পরীক্ষাতে স্টাডির চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে । সেটা হল আপনার চতুরতা , আপনার কনফিডেন্স, আপনার টেকনিক , আপনার prediction and judgement capacity etc . কে কি বই পড়লো, কোন গাইড পড়া দরকার, কোন কোচিং ভালো, কে কয় ঘণ্টা পড়তেছে, কার চেয়ে কে কত বেশি স্টাডি করতে পারে এসব নিয়ে একটু কম ভাবুন । plz try to think different. সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি লাইফে কি চান, কি হতে চান, কোথায় পৌঁছাতে চান , কোথায় কোথায় পরীক্ষা দিতে চান ? আপনার কি কোন প্ল্যানিং আছে ? আপনি কি জানেন কোথায় কোথায় পরীক্ষা দেবেন ? নাকি অন্যরা পরীক্ষা দেয় তাই পরীক্ষা দেবেন । আপনার fixed target and plan না থাকলে এবং আপনি যদি গোছানো way তে স্টাডি না করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে প...