DUET ভর্তি : A টু Z

ঢাকার
অন্যান্য
স্বনামধন্য
বিশ্ববিদ্যালয়ের
মধ্যে
ঢাকা
প্রকৌশল

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি।২০০৩সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণ উদ্যমে কাজ শুরু করে। এখানে
সিভিল, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রোনিক্স এবং মেকানিক্যাল বিষয়ের উপর ৪
বছর মেয়াদী বি এস সি অনার্স কোর্স পরিচালনা করা হয়। এই
বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৫০০ ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন
বিষয়ের উপর গ্রাজুয়েট ডিগ্রী প্রাপ্ত হয়।
ঠিকানা এবং অবস্থান
বিশ্ববিদ্যালয়টি ২০ একর জমির উপর অবস্থিত। ঢাকা থেকে ৪০
কিলোমিটার উত্তরে BIDC সড়ক হয়ে গাজীপুরে অবস্থিত।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গাজীপুর ১৭০০, বাংলাদেশ।
ফোন: ৯২০৪৭০৩, ০১৭১১-৪৩১০১৫
পিএবিএক্স: ৮৮-০২-৯২০৪৭৩৪-৫৩/১১০১
ফ্যাক্স: ৮৮-০২-৯২০৪৭০১, ৮৮-০২-৯২০৪৭০২

ওয়েবসাইট: http://www.duet.ac.bd/
ইমেইল: reg_duet@duet.ac.bd

অনুষদসমূহ:
01 Department of Civil Engineering 02 Department of Electrical and Electronic
Engineering
03 Department of Mechanical Engineering 04 Department of Computer Science and
Engineering
05 Department of Textile Engineering 06 Department of Mathematics
07 Department of Physics 08 Department of Chemistry
09 Department of Humanities

আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম:

ক্রমিক নং আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম (বিএসসি) ভর্তি যোগ্যতা:

০১. সিভিল ইঞ্জিনীয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং (সিভিল/আর্কচেকচার)

০২. ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনীয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং (ইলেক্ট্রিক্যাল এন্ড
ইলেক্ট্রনিকস)

০৩. মেকানিক্যাল ইঞ্জিনীয়ারিং
ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং মেকানিক্যাল,
পাওয়ার, কেমিক্যাল, অটোমোবাইল,
রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, ফুড
টেকনোলজী) (যে কোন একটি)

০৪. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনীয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং (কম্পিউটার)

০৫. টেক্সটাইল ইঞ্জিনীয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং (টেক্সটাইল)

গ্রাজুয়েট প্রোগ্রাম:

ক্রমিক নং গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি যোগ্যতা
০১. এমএসসি ইঞ্জিনীয়ারিং ডিগ্রী
(মেয়াদ ৩ বত্সর)
একজন শিক্ষার্থীকে তার বিষয়ের উপর ২.৬৫ সিজিপিএ নম্বর
পেতে হবে।
সর্বনিম্ন ৩৬ ক্রেডিট ঘন্টার কোর্স কমপ্লিট করতে হবে।
তন্মধ্যে থিসিস করার জন্য ১৮ ক্রেডিট ঘন্টার থিসিস বা ৯
ক্রেডিট ঘন্টার কোন প্রজেক্ট কমপ্লিট করতে হবে।
০২. এম ফিল ডিগ্রী
(মেয়াদ ৪ বত্সর)
একজন শিক্ষার্থীকে তার বিষয়ের উপর ২.৬৫ সিজিপিএ নম্বর
পেতে হবে।
সর্বনিম্ন ৪৮ ক্রেডিট ঘন্টার কোর্স কমপ্লিট করতে হবে।
তন্মধ্যে থিসিস করার জন্য ২৪ ক্রেডিট ঘন্টার থিসিস কমপ্লিট
করতে হবে।
০৩. পি এইচ ডি ডিগ্রী
(মেয়াদ ৪ বত্সর)
একজন শিক্ষার্থীকে তার বিষয়ের উপর ২.৬৫ সিজিপিএ নম্বর
পেতে হবে।
সর্বনিম্ন ৬০ ক্রেডিট ঘন্টার কোর্স কমপ্লিট করতে হবে।
তন্মধ্যে থিসিস করার জন্য ৪৫ ক্রেডিট ঘন্টার থিসিস কমপ্লিট
করতে হবে/

প্রাথ্ররীর সাধারণ যোগ্যতা :

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ড / কারিগরি শিক্ষাবোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / দাখিল বা সমমানের পরীক্ষায়
কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০
(ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা ইন
ইঞ্জিনীয়ারিং / আর্কিটেকচার এ গড় কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪
এর স্কেলে কমপক্ষে CGPA ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রসপেক্টাসে উল্লেখিত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করতে
হবে।
কোন প্রার্থী একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে ইচ্ছা
পোষণ করিলে প্রতিটি বিভাগের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন
করতে হবে।
চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন
করতে হবে।
টেলিটক মোবাইলে এবং অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায়।
অনলাইনে ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
http://www.duet.ac.bd/admission এ পাওয়া যাবে। ভর্তি
পরীক্ষার ফি বাবদ টাকা ৮০০/- (আটশত টাকা) টেলিটক এর
মাধ্যমে প্রদান করতে হয়।
দরখাস্ত করার নিয়মাবলী
টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রিপেইড মোবাইল থেকে এসএমএস এর
মাধ্যমে এসএসসি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং/ আর্কিটেকচার এর
তথ্য নিম্নের ফরমেট অনুযায়ী প্রদান করতে হবে

ধাপ ১:
প্রথম এসএমএস (এসএসসি পরীক্ষার তথ্য প্রদানের জন্য)
টেলিটক প্রিপেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নের ফরমেট
অনুযায়ী ssc পরীক্ষার তথ্য প্রদান করতে হবে এবং টেলিটক নির্ধারিত
১৬২২২ নম্বরে sms পাঠাতে হবে।
DUET <space> 1st 3 letter of SSC board<SSC Roll>Passing
Year <space> Department Applied for
নমুনা: DUET DHA 113526 2005 CSE
এই ক্ষেত্রে তথ্য প্রদানে কোন প্রকার ভূল হলে টেলিটক পূনরায় সঠিক
তথ্য প্রদান করতে বলা হবে। টেলিটক সঠিক তথ্য পেলে PIN NUMBER
উল্লেখসহ একটি REPLY দিবে।
দ্বিতীয় SMS (Diploma in Engineering/Architecture পরীক্ষার
তথ্য প্রদানের জন্য)
টেলিটক প্রিপেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রাপ্ত PIN
Number উল্লেখ পূর্বক নিম্নের ফরমেট অনুযায়ী Diploma in
Engineering/Architecture পরীক্ষার তথ্য প্রদান করতে হবে এবং
টেলিটক নির্ধারিত ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
DUET<space>ADD<SSC Roll>PIN Number<space>Diploma
Roll<space>Diploma_Technology<space>Diploma Passing
Year<space>Diploma CGPA or Diploma Marks%
নমুনা: DUET ADD 123456 601260 CMT 2010 3.50
নমুনা: DUET ADD 123456 601260 CMT 2010 60.5%
এই ক্ষেত্রে টেলিটক নিশ্চিত করন ম্যাসেজ প্রদান করবে এবং
এ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ টাকা ৮০০/- (আটশত টাকা) কর্তন
করা হবে কিনা তা আবেদনকারীর নিকট জানতে চাওয়া হবে। সঠিক
আবেদনকারীকে এ্যাপ্লিকেশন প্রসেসিং কর্তনের জন্য নিম্নের ফরমেট
অনুযায়ী তৃতীয় SMS পাঠাতে হবে।
তৃতীয় SMS (এ্যাপ্লিকেশন ফি কর্তনের জন্য)
DUET<space>Yes<space>PIN Number<space>Contact Mobile
Number(যেকোন অপারেটর)
নমুনা: DUET Yes 123456 01XXXXXXXXX
এই ক্ষেত্রে টেলিটক ৮০০/- টাকা কর্তন পূর্বক পাসওয়ার্ডসহ সর্বশেষে
নিশ্চিত করন ম্যাসেজ প্রদান করবে। টেলিটক প্রদত্ত পাসওয়ার্ডটি
প্রত্যেক আবেদনকারীকে সংরক্ষন করতে হবে।
উল্লেখ্য, কোন আবেদনকারীর SSC পরীক্ষার তথ্য টেলিটকের কাছে না
থাকলে টেলিটক তাকে নিম্নের ফরমেট অনুযায়ী SSC পরীক্ষার তথ্য
প্রদান করতে বলবে
DUET<space>OTH<space>1st 3 letter of SSC
Board<space>SSC Roll<space>Passing Year<space>SSC
Marks%GPA<space>Department Applied
for<space>Candidate full name without space
নমুনা: DUET OTH JES 113526 2000 70.5% CSE
Md_AbdurRahman
নমুনা: DUET OTH TEC 113526 145526 2004 305 CE
Mst._Jesmin_Akhter
টেলিটক প্রয়োজনীয় তথ্য পেলে PIN Number উল্লেখসহ একটি Reply
দিবে। তারপর আবেদনকারীকে উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী ২য় ও ৩য়
SMS করতে হবে ও প্রাপ্ত পাসওয়ার্ডটি সংরক্ষন করতে হবে।

ধাপ ২
SMS এর মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার পর হতে ৭ দিনের মধ্যে
প্রত্যেক আবেদনকারীকে টেলিটক কর্তৃক পূর্বে পাসওয়ার্ড এর মাধ্যমে
http://www.duet.ac.bd/admission ওয়েব সাইট থেকে প্রবেশপত্র
সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে প্রবেশপত্র সংগ্রহের সময় আবেদনকারীকে
ওয়েব সাইটে নিজের স্বাক্ষর (৩০০/৮০ পিক্সেল এবং সাইজ সর্বোচ্চ ৬০
কিলোবাইট) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (৩০০/৩০০
পিক্সেল এবং সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট) স্ক্যান করে আপলোড
করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ড্রপ ডাউন মেনু থেকে কোটা
(মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে FFW এবং উপজাতীদের ক্ষেত্রে
TRI) Select করতে হবে। সর্বশেষে প্রবেশপত্রে নিজের ছবি ও স্বাক্ষর
সংযুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে (Preview Option হতে) প্রবেশ
পত্র ডাউনলোড করতে হবে।
দরখাস্তের সংগে যা সংযুক্ত করতে হয়
সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক ছাত্র/ছাত্রীর সত্যায়িত স্বাক্ষর ও সদ্য
তোলা ফটো দরখাস্তের সংগে জমা দিতে হবে।
প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ কর্তৃক
প্রাইভেট পরীক্ষার্থীদের স্বাক্ষর ও ফটো সত্যায়িত করে দরখাস্তের
সংগে জমা প্রদান করতে হবে।
দরখাস্তের সংগে পরীক্ষা পাসের প্রবেশপত্র/রেজিষ্ট্রেশন কার্ড ও
নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযোজন করতে হবে।
ডুপ্লিকেট/ট্রিপ্লিকেট সনদ/নম্বরপত্র ও প্রবেশপত্রের জন্য দৈনিক
পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিসহ নিকটস্থ থানায় জিডি ও ডুপ্লিকেট/
ট্রিপ্লিকেট সার্টিফিকেট ইস্যূর অনুকূলে সংশ্লিষ্ট অধ্যক্ষের সুপারিশসহ
পৃথকভাবে আবেদন করতে হবে।
সাময়িক সনদপত্র উত্তোলন এবং ফি
সাময়িক সনদপত্র ও নম্বরপত্র, বাংলা/ইংরেজী গ্রহনের সময় মূল
প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড ও মার্কশীট সংগে আনতে হবে।
সাময়িক সনদ (বাংলা) ও নম্বরপত্র (ইংরেজী) নিতে হলে দরখাস্তের
সংগে বাংলা নম্বরপত্র ও সাময়িক সনদ অবশ্যই জমা দিতে হবে।
অন্য ব্যক্তির সার্টিফিকেট গ্রহণের ব্যাপারে ক্ষমতা অর্পণপত্র যথাযথ
কর্তৃপক্ষের মাধ্যমে আনতে হবে।
সাময়িক সনদ (বাংলা/ইংরেজী) ২৫০ টাকা
ডুপ্লিকেট ৩০০ টাকা
ট্রিপ্লিকেট ৩০০ টাকা
ডুপ্লিকেট প্রবেশপত্র ৩০০ টাকা।
ফিসের টাকা সরাসরি সোনালী ব্যাংক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায়
“রেজিষ্ট্রার” এর অনুকূলে জমা দিতে হবে।
সকল প্রকার সনদপত্র/নম্বরপত্র/দ্বিনকল প্রবেশপত্র উত্তোলেনর
ক্ষেত্রে এই আবেদনপত্র ব্যবহার করা যাবে। আবেদনপত্রে কোন প্রকার
কাটাকাটি/ঘষামাজা গ্রহণযোগ্য নয়।

সুবিধাসমূহ

ইন্টারনেট ব্রাউজিং হ
োস্টেল সুবিধা কেন্দ্রীয় লাইব্রেরী
পরিবহন ব্যবস্থা
কম্পিউটার সেন্টার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিসিএস এর সব পিডিএফ বই

সমরেশ মজুমদার এর কিছু জনপ্রিয় বই